শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় সাতটি মূর্তিসহ তিন প্রতারক গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

উললাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া র‌্যাব-১২ সদস্যরা মঙ্গলবার গভীর রাতে কথিত সোনার মূর্তি বিক্রেতা এক মহিলা সহ তিন প্রতারককে গ্রেফতার করেছে। এরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার পিপুলসন্স গুচ্ছগ্রামের মান্নান সরকারের স্ত্রী মাফিয়া বেগম (৫২), একই এলাকার জোরাফ আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৬) এবং রো¯—ম সরকারের ছেলে শাহীন আলম (৩৩)। এদেরকে উল­াপাড়ার গয়হাট্টা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রতারকদের নিকট থেকে ৭টি সোনালী রংয়ের মূর্তি, ১টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করে। এদেরকে বুধবার বিকেলে উল­াপাড়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছে র‌্যাব।

উল­াপাড়া মডেল থানার পরিদর্শক (তদš—) সিরাজুল ইসলাম র‌্যাবের উদ্বৃত্তি দিয়ে জানান, গ্রেফতারকৃত প্রতারকগণ দীর্ঘদিন ধরে সোনালী রংয়ের লোহার তৈরি মূর্তি সোনার মূর্তি বলে গোপনে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে প্রতারনা করে আসছিলেন। গত বছরের ১৩ নভেম্বর উল­াপাড়ার গরু ব্যবসায়ী গয়হাট্টা ফরিদপুর গ্রামের শুকুর আলী সিংড়া এলাকায় গর“ কিনতে গেলে প্রতারক চক্রের সঙ্গে তার দেখা হয়। সেসময়ে নানা কৌশলে এই প্রতারকেরা ৪টি মূর্তি ৫ লাখ টাকায় তার কাছে বিক্রি করেন। তখন কথা হয় বাকি ৩টি মূর্তি আরো ৫ লাখ টাকা জমা দিলে তাকে হ¯—াš—র করা হবে। পরে শুকুর আলী বাড়ি এসে সোনার দোকানে নিয়ে জানতে পারেন তার মূর্তি সোনার নয়। সোনালী রংয়ের লোহার মূতি। তিনি এ ব্যাপারে উল­াপাড়ার র‌্যাব-১২ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যগণ উলি­খিত ব্যক্তিদেরকে ৭টি মূর্তি ও অন্যান্য সামগ্রীসহ গ্রেফতার করেন। এ ব্যাপারে উল­াপাড়া মডেল থানায় মামলা হয়েছে।