শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠিয়ে দিয়েছে একটি বাস। এতে শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের নাতিসহ তিনজন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সটুরিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার পুত্রবধূ মরিয়ম আক্তার (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাটুরিয়ার সটুরিয়া গ্রামের রাবেয়া বেগম তার পুত্রবধূ মরিয়ম আক্তার ও নাতিকে নিয়ে ধামরাইয়ের কেষ্টি নওগাঁও গ্রামের আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে রওনা দেন। তারা বাসের জন্য ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এসময় আরিচাগামী রবিন পরিবহনের দুরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাবেয়া বেগম নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে পুত্রবধূ মরিয়ম আক্তারও মারা যান। আহত হন নিহত জাহানারার নাতি এবং জহিরুল ইসলাম নামে এক ভ্যানচালকসহ তিনজন।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘাতক বাসটি জব্দ এবং নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।