শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার উল­াপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর খেলার মাঠের উপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। উল­াপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহিম খলিল, আলাল হোসেন, আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি খেলার মাঠের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছিলেন। এতে মাঠটি সংকুচিত হয়ে পড়ে। স্থানীয় স্কুল কলেজের শি¶ার্থীরা এই মাঠে খেলাধুলা করে থাকেন। এছাড়া আš—ঃজেলা ফুটবল লীগ খেলাও এই মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়ামোধীদের অভিযোগের প্রে¶িতে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাঠের উপর নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।