শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

চাটমোহরের রেনু বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস  টিকা নিবেন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
এস এম মাসুদ রানা, চাটমোহর প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খরবাড়িয়া গ্রামের পবন গমেজের স্ত্রী  রেনু বেরোনিকা কস্তা বাংলাদেশের করোনা ভাইরাস প্রথম টিকা গ্রহণ করবেন। রেনু বেরোনিকা কস্তা ঢাকার কুর্মিতলা  জেনারেল হাসপাতালের ডাইলাসিস ইউনিটের প্রধান সিনিয়র স্টাফ নার্স।
আজ ২৭ জানুয়ারি  বিকাল তিনটায়  ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ২য় এবং ৩য় নাম্বারে যাদের নাম আছে তারা হলেন একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স   মুন্নী খাতুন এবং  রিনা সরকার। তারা সবাই এ  টিকা গ্রহণে সম্মতি প্রদান করেন। বিভিন্ন  মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে রেনু বেরোনিকা কস্তাকে অভিনন্দন জানিয়েছেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, সাংবাদিক শাহীন রহমান, বকুল রহমান, এস এম মাসুদ রানা প্রমুখ।