শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পাবনা ইউপি সদস্য আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যারকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

পাবনায় অটোরিক্সার গ্যারেজ দেওয়াকে কেন্দ্র করে বকুল হোসেন শেখ (৪৩) নামে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী।সোমবার দুপুর ১২ টায় হাজারো মানুষ নিয়ে শহরের অনন্ত বাজার থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দক্ষিণ রামচন্দপুরে গিয়ে শেষ হয়। এসময় বকুল হত্যায় আটককৃতদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে নিহত বকুলের বড় ভাই শহিদ শেখসহ আত্মীয় স্বজন এলাকাবাসী উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিলে হত্যাকারিদের অবিলম্বে ফাঁসি কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ অনন্ত বাজার এলাকায় অবৈধ চাঁদা আদায় বন্ধ করতে প্রশাসন ও স্থানীয় এমপি গোলাম ফারুক প্রিন্সের নিকট আকুল আবেদন জানান তারা। নিহত বকুল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুরের দুলাল শেখের ছেলে। ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন। উল্লেখ্য: এলাকায় আধিপত্য ও চাঁদা নিয়ে মকসেদ আলীর সাথে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল।

 

এর পর অনন্ত মোড়ের সিএনজি – অটোরিক্সায় বেপরোয়াভাবে চাঁদা আদায়ের বিপক্ষে অবস্থান নেয়। মোড়ে যাটজট সৃষ্টি না হয় সেই কারনে গ্যারেজ সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করার বিষয়ে মতামত দেন নিহত বকুল মেম্বর। সেটাই হল তার জীবনের কাল। শুক্রবার (১১ ডিসেম্বর ২০২০) সন্ধা সাড়ে ৬ টায় অনন্ত বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় মখলেছ বাহিনীর সন্ত্রাসীরা এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ২৮ ডিসেম্বর ২০২০ রাতে, র‌্যাবের বিশেষ অভিযানে ঢাকার সাভার এলাকা থেকে হত্যাকারি মো. মোখলেছ ও তার ছেলেসহ ৫ জনকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয়। সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।