শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভারতে কোভিড টিকা দান শুরু হচ্ছে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

ভারতে শুরু হচ্ছে কোভিড টিকা দান। বার্তা সংস্থা রয়টার্স সরকারির সূত্রের উদ্ধৃতি দিয়ে এটা জানিয়েছে। এটা হবে স্বেচ্ছা টিকাদান কর্মসূচি। তিন ভ্যাকসিন দিয়ে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। অ্যাস্ট্রেজেনেকার ও ফাইজার অন্যতম।

এদিকে রাশিয়া ভারতে স্পুটনিক-৫ ভ্যাকসিন তৈরির আরো চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় ৩শত মিলিয়ন ডোজ স্পুটনিক-৫ ভ্যাকসিন তৈরি করা হবে। এছাড়াও ভারতীয় সংস্থা ভারত বায়োটেকও তাদের টিকার জরুরি অনুমোদনের আবেদন করেছে।

ভারত সরকার বলছে, দেশটির ১৩৫ কোটি জনগণকে ২৮ দিনের মধ্যে টিকার দুইটি ডোজ দিতে গেলে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।

এজন্য ভারত সরকার দ্রুত কোভিড-১৯ টিকা দান কর্মসূচি শুরু করতে চাচ্ছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক উপদেষ্টা।

দেশটির সরকারি একজন বিশেষজ্ঞ রয়টার্সকে জানিয়েছেন, টিকা দেওয়া শুরু করতে সরকার সরঞ্জাম ও যন্ত্রপাতির প্রস্তুতি নিয়েছে। সরকার আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মাঝে ৬০০ মিলিয়ন ডোজ টিকা প্রদান করবে।