শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দেশের সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

সংবাদ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায়নি। সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছেন। দেশের সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে।’ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মা-বোনরা আজও নিরাপত্তাহীনতায় ভুগছে। নারী নির্যাতন, ধর্ষণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই কি ছিল স্বাধীনতার চাওয়া-পাওয়া?’

রেজাউল করীম অভিযোগ করে বলেন, ‘শাসকগোষ্ঠী তাদের সীমাহীন ব্যর্থতাকে উলামায়ে কেরামের কাঁধে তুলে দিয়ে পার পেতে চাচ্ছে। আজকে দেশ ও জাতির অতন্ত্র প্রহরী উলামায়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতাবিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে।’ এ অবস্থাকে তিনি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন।

দেশ ও ইসলামের অকৃত্রিম বন্ধু উলামায়ে কেরামকে গালাগাল করে প্রকৃত সত্য দাবিয়ে রাখা যাবে না উল্লেখ করে চরমোনাই পীর হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।