শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

পাবনার ভাঙ্গুড়ায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পতাকা উত্তোলন , গার্ড অব অনার শেষে পুষ্পমাল্য অর্পনের করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

দিবসটির শুরুতে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন শেষে ভাঙ্গুড়া থানা পুলিশ শহীদদের গার্ড অব অর্নার প্রদান করেন। এরপর স্থানীয় সংসদ সদস্য স্মৃতিতম্ভে পুষ্পমাল্য অর্পন করেন। এরপর উপজেলা মুক্তি যোদ্ধা পরিষদ,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান ও আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ এর নেতৃত্বে,পৌরসভার পক্ষ থেকে মেয়র গোলাম হাসনাইন রাসেলের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারী , ভাঙ্গুড়া থানার পক্ষ থেকে ওসি মুহম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ,উপজেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে,বিভিন্ন এনজিও পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।

এর আগে সরকারি নির্দেশ মোতাবেক পৌরসভার পক্ষ থেকে স্মৃতিসৌধসহ ও গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জাকরণ করা হয়। পাশাপাপাশি উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ পৃথকভাবে তাদের দলীয় কর্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।