শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আটঘরিয়ায় পাটচাষী প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

“সোনালী আশেঁর দেশ মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার জেলার আটঘরিয়া উপজেলা পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট চাষ ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন র্শীষক প্রকল্পে আওতায় “পাটচাষী প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন। অনুষ্ঠানের শুরুতেই ¯^াগত বক্তব্য দেন পাট উন্নয়ন অফিসার পাবনার মামুনার রশিদ।

গতকাল রবিবার ১৩ ডিসেম্বর সকালে আটঘরিয়া উপজেলা অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রাসরন অধিদপ্তর খামারবাড়ী পাবনার আব্দুল কাদের,

মূখ্য পরির্দশক পাট অধিদপ্তর পাবনার হাজ্জাজুর রশিদ, আটঘরিয়া উপজেলা পাট সমিতির সভাপতি আলহাজ খলিলুর রহামন, কাউন্সিলর গোলাম সরোয়ার, উপজেলা সহকারি পাট উন্নয়ন অফিসার মো: পারভেজ রানা প্রমূখ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিল্পব সেন। উক্ত প্রশিক্ষণে উপজেলা পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১০০জন কৃষক এই প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। প্রািশক্ষণ শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে পাটের ব্যাগ তুলে দেন।