রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

‘যদিও মানছি দূরত্ব ,তবুও আছি সংযুক্ত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভাঙ্গুড়ায় “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” পালিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে ‘যদিও মানছি দূরত্ব,তবুও আছি সংযুক্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ কাওছার হাবীব । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আলী আশরাফ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মো: মামুনার রশিদ,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জনাব মোঃ আইয়ুব হোসেন প্রমূখ। এছাড়াও সেমিনারে উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম। “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে সভাপতি তার বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।