শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় দাফনের সাড়ে চার মাস পর লাশ উত্তোলন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: লাশ দাফনের সাড়ে চার মাস পর ডিএনএ পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেলে উল­াপাড়ার কয়ড়া রতনদিয়ার গ্রামের কবরস্থান থেকে এক পরুষের লাশ উত্তোলন করা হয়। চলতি বছরে ১১ জুলাই এই পুুরুষের অর্ধগলিত লাশ গ্রামের পাশে বিল সূর্য নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল। লাশের তখন পরিচয় জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের পর দাফনের ব্যবস্থা নেয়। লাশ উত্তোলনের সময় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, চিকিৎসক সোহরাব আলী, কয়ড়া ইউ.পি চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, উল্লাপাড়ার চর গোজা গ্রামের ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তি চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে নিখোঁজ হন। বিল সূর্য নদীতে থেকে অর্ধ গলিত লাশ উদ্ধারের পর প্রথম দিকে ছানোয়ার হোসেনের পরিবার থেকে লাশটি সনাক্ত করতে না পারলেও পরবর্তি সময়ে লাশের পরনে লুঙ্গি থেকে তার স্ত্রী সেলিনা খাতুন তার দুই ছেলের ডিএনএ পরীক্ষা এবং দাফনকৃত অজ্ঞাত পরিচয় পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য সিরাজগঞ্জ আদালতে আবেদন জানান। এই আবেদনের প্রেক্ষিতে উল্লাপাড়া পুলিশের সে সময়ের উদ্ধারকৃত অর্ধগলিত ওই পুরুষের মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য রতনদিয়ার কবর থেকে দাফনের সাড়ে চারমাস পর আবারও ওই লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।