শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আটঘরিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

পাবনার আটঘরিয়ায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবানে গতকাল রোববার সকাল এগারোটার সময় উপজেলা প্রধান ফটকের সামনে এক “মানববন্ধন ও স্মারকলিপি প্রদান” অনুষ্ঠিত হয়েছে। পিএসএস অপিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এর আয়োজনে প্রতিবন্ধী বিদ্যালয় গুলোর স্বীকৃতি, এমপিও এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের দাবিতে শান্তিপূর্ন কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী শিক্ষক সমিতির আহবায়ক ও পিএসএস অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান রতন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক আনিসুর রহমান, মাসুদ পারভেজ, আব্দুল মালেক, সোনিয়া খাতুন, আবু সায়িদ, উর্মি খাতুন, নাজমা খাতুন, সহ প্রতিবন্ধী বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মানববন্ধন শেষে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।