শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রাজধানীতে শীত আরও বাড়বে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বুধবার তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বাড়তে পারে বাতাসের বেগ। বুধবার আবহাওয়া অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। রাজধানীর আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে আট থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সকাল ৬টায় পরিমাপকৃত তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।