রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় ভুমি উন্নয়ন কর আদায়ে অনলাইন সেবা চালু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভুমি অফিসে দুর্নীতি ও হয়রানি প্রতিরোধে অন-লাইনে জমির খাজনা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানান ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান।

এ সময় ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,ওসি মুহম্মদ আনোয়ার হোসেন,সহকারী কমিশনার(ভুমি) কাওছার হাবীব,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ।

সহকারী কমিশনার(ভুমি) কাওছার হাবীব বলেন,প্রথম পর্যায়ে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি ও কৈডাঙ্গা মৌজার ভুমি উন্নয়ন কর আদায়ের জন্য মঙ্গলবার থেকেই জমির মালিকরা খাজনা প্রদানে অনলাইন সার্ভিসের সুবিধা ভোগ করবেন। দেশের যে কোন স্থান থেকে ওই মোজা দু’টির নিবন্ধনকারীরা অনলাইনে তাদের জমির খাজনা পরিশোধ করতে পারবেন বলেও তিনি জানান।