শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন টেকসই উন্নয়ন’- মেয়র রাসেল

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন টেকসই উন্নয়ন। সেই টেকসই উন্নয়ন হয়েছে ভাঙ্গুড়া পৌরসভায়। গত নির্বাচনে এই পৌরসভার জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। আমি দায়িত্ব গ্রহণ করে এই পৌরসভায় জননেত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়ন করেছি। যতগুলি উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে সবগুলি আমি নিজে তদারকি করে টেকসই উন্নয়ন যাতে হয় সেইরকম করে কাজ বুঝে নিয়েছি। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন , আলহাজ মোঃ মকবুল হোসেনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। ’ ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলের চলমান সাফল্য ও ব্যর্থতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন মেয়র গোলাম হাসনাইন রাসেল।

 

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের চলমান ৫ বছরের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে উত্তর সারুটিয়া জামিউল উলুম মাদ্রাসা মাঠে। এতে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আকবর আলী। অনুষ্ঠানে শুরুতে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলের পক্ষ থেকে উপস্থিতিদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

 

অনুষ্ঠানে মেয়র গোলাম হাসনাইন রাসেলের চলমান ৫ বছরের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী খান, পৌর আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক রানা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রহিম,উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খানসহ প্রমুখ।

 

বক্তারা বলেন, পৌর এলাকাতে মাদকের ভয়াবহ থাবা থেকে পৌরবাসীকে বাঁচাতে মাদক নির্মূল, পৌর এলাকা আলোকিতকরণ, রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তা সংষ্করণ, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, পৌর এলাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন, ডাস্টবিন স্থাপনসহ নাগরিক সুবিধা প্রদানের ক্ষেত্রে পৌরসভার পূর্বের যে কোনো মেয়রের তুলনায় গোলাম হাসনাইন রাসেল এগিয়ে আছেন। তিনি মহামারি করোনাভাইরাসের প্রর্দূভাবের সময় নিজ জীবনের পরোয়া না করে পৌর এলাকায় অসুস্থ্য মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এছাড়াও করোনা ভাইরাসের সময় পৌরসভার প্রতিটি পরিবারে সদস্যদের নিকট এন্টিবডি তৈরির লক্ষ্যে তিনি বিনা মূল্যে ঔষুধ দিয়েছেন। করোনা কালে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। দক্ষতা, সততা ও বিচক্ষণতা পৌরবাসীর নিকট তার গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করে আগামী পৌর নির্বাচনে আবারও তাকেই নৌকা প্রতীক প্রদান করতে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি তৃণমুল থেকে জোর দাবী জানানো হয়।

এর আগে অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে শত শত নেতাকর্মী সমর্থক মিছিল নিয়ে দলে দলে সভাস্থলে এসে যোগ দেন। এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীসহ সহস্রাধিক সাধারণ নাগরিক, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।