রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
কৃষি পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ভাঙ্গুড়া উপজেলার প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।

উপজেলা কৃষি অফিসার এণামুল হক জানান শুক্রবার সকালে ১ হাজার ৭শ ৫০ জন কৃষককে চলতি মৌসুমে রবি শষ্য চাষাবাদের জন্য ডিএপি ও এমওপি সার এবং গম,সরিষা,মশুর,খেসারী,টমেটো,মরিচ প্রভৃতি ফসলের বীজ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজর্ ঞ্জু , মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ,উপসহকারী কৃষি অফিসার সুস্থির কুমার উপস্থিত ছিলেন।