রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

৯০ ভাগ মানুষের মুখেই মাক্স নেই গুরুদাসপুরে বাস্তবায়ন হচ্ছেনা ‘নো মাক্স নো সার্ভিস’ কার্যক্রম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

মাক্স ব্যবহার বাধ্যতামূলক হলেও নাটোরের গুরুদাপুরের মানুষ তা মানছে না। অফিস, আদালত, থানা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘নো মাক্স-নো সার্ভিস’ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছেনা। নিরাপদ সামাজিক দূরত্বসহ কোনো স্বাস্থ্যবিধিই মানা হচ্ছেনা।

মঙ্গলবার সকালে উপজেলার জনবহুল চাঁচকৈড় হাটে গিয়ে দেখা যায়, শতকরা ৯০ জন মানুষের মুখেই মাক্স নেই। বরং নিয়মের তোয়াক্কা না করে হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে গাদাগাদি ঠাসাঠাসিভাবে বেচাকেনা করতে দেখা গেছে। অনেকের মতে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। এদিকে করোনা রোগের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের আগ্রহও কমে যাচ্ছে।

করোনাকালীন শীতে উপজেলার কোথাও অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। জেল জরিমানাও হয়নি। ফলে মানুষের মধ্যে বিশ্বব্যাধি করোনা সম্পর্কে সচেতনতা লোপ পাচ্ছে। গ্রামগঞ্জে তো আরও করুন অবস্থা। অধিকাংশ মানুষই বর্তমান করোনার ভয়াবহতা ও স্বাস্থ্যবিধি না মানায় এলাকায় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম।