শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

 উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষের করোনায় মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ নভেম্বর, ২০২০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান (৫৭) করোনায় আক্রান্ত হয়ে রোববার ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহী………রাজিউন)। তিনি অক্টোবরের ১৪ তারিখে করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে আইসিইউ’তে নেওয়া হয়। এখানে ২০দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যক্ষের মৃত্যুর খবর পেয়ে সরকারি আকবর আলী কলেজে শোকের ছায়া নেমে আসে। বহু শিক্ষার্থী ছুটে আসেন কলেজে। অনেককেই তাদের প্রিয় শিক্ষককের জন্য চোখের পানি ফেলতে দেখা যায়। কান্নায় ভেঙ্গে পড়েন তার সহকর্মী শিক্ষক-কর্মচারীরা। সরকারি আকবর আলী কলেজের উপাধ্যক্ষ আসহাবুল হক জানান, ওয়াহিদুজ্জামান অধ্যক্ষ হিসেবে প্রায় ৪ বছর এই কলেজে কর্মরত ছিলেন। তিনি দুই পুত্র সন্তানের জনক। মরহুম অধ্যক্ষের মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।