রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ নভেম্বর, ২০২০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন,সংখ্যালঘুর বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও নারীর শ্লীলতাহানির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সাড়ে ১১টার দিকে উপজেলা হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বকুলতলা চত্বরে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়।

এতে দেন বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া শাখার সভাপতি ভবেশ চন্দ্র দেব,মহাশশ্মান কমিটির সাবেক সভাপতি নির্মল কুমার রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার শ্রী মলয় কুমার দেব,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ধর্মীয় গুরু সংগীত কুমার পাল,প্রচার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক  শ্রী বিকাশ কুমার চন্দ্র,মহাশশ্নান কমিটির সাধারণ সম্পাদক সমরজিত গুণ ও বিশিষ্ট পুরাহিত শ্রী প্রদীব কুমার ঠাকুর।

বক্তারা বলেন, ধর্ম যার যার কিন্তু দেশ সবার। তাই এই দেশে সবাই সবার সহঅবস্থানে থেকে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে যার যার ধর্ম পালন করার উপর গুরুত্বারোপ করেন।