শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ নভেম্বর, ২০২০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ বগুড়া-নগরবাড়ী মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উল­াপাড়া পৌরসভার পুরান বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে কয়েকদিন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকানপাঠ ও সরকারি অফিসের প্রবেশদ্বার। অভিযানে উপস্থিত রয়েছেন সওজের সিরাজগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম এবং উল­াপাড়া উপ-বিভাগীয় প্রকৌশলী শাহারিয়ার রহমান।

নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল­াপাড়া পৌরসভার মধ্যে শ্রীকোলা থেকে কাওয়াক মোড় পর্যন্ত অংশে দুপাশে ৩ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এ সকল স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে। খুব শিগগিরই মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে।