রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি ভাংচুরের অভিযোগ : আটক ১

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ নভেম্বর, ২০২০

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ওমর আলী (৬০) নামে এক ব্যক্তির বসতবাড়ি ভাঙচুর ও তার মুরগীর খামারে অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (০১ নভেম্বর) উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রূপসী গ্রামে। আর পুরো ঘটনাটি ঘটিয়েছেন ওই গ্রামের বাসিন্দা শাহ আলম। যিনি পুলিশের একজন এ এস আই। বর্তমানে তিনি র‌্যাব-১৩ রংপুর শাখায় কর্মরত আছেন ।

স্থানীয়রা জানান, শাহআলম ছুটিতে বাড়ি এসে  প্রতিবেশি ওমর আলীর বাড়ির সামনে থাকা বাঁশের চটা ভেঙে জায়গা দখলের চেষ্টা করে। ওমর আলী বাঁধা দিলে শাহআলম ও শাহাদত হোসেনের নেতৃত্বে ১০/১২জন ধারালো অস্ত্র দিয়ে ওমর আলীর বাড়িতে হামলা চালিয়ে ফ্রিজ,আলমারী ভাঙচুর করে এবং মুরগীর খামারে অগ্নি সংযোগ করে। পরে স্থানীয়রা এসে আগুন নিভায়। এসময় ওমরের বাড়ির কয়েকজন নারীসহ উভয় পক্ষের সাতজন আহত হন।

শাহআলম তার বিরুদ্ধে উথ্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন,এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত।

ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।