শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের আত্মহত্যা !

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ উল্লাপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বাঙ্গালী(৬৮) আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে উপজেলার কালিগঞ্জ গ্রামের বাড়িতে শোবার ঘরের ধরনার সঙ্গে রশি ঝুলিয়ে ফাঁসিতে আতœহনন করেন তিনি। আব্দুল জলিল দীর্ঘদিন ধরে গ্যাস্টিক আলসারসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। অনেক দিন তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুবার তার পেটে অপারেশন হয়। কিন্তু তিনি রোগমুক্তি হননি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ বহু স্বজন রেখে গেছেন।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন আব্দুল জলিলের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, রোগযন্ত্রনা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের অনুরোধে তার ময়না তদন্ত করা হয়নি। শনিবার তাকে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।