শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মহানবী (সা.)কে-অবমাননার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন ও ফ্রান্সের তৈরী পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দলোন পাবনা জেলা শাখা । শুক্রবার জুমার নামাজ শেষে চাপা বিবি মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ.আর কর্ণার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

 

সমাবেশে বক্তব্যে রাখেন ইসলামী আন্দলোন পাবনা জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম ,সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম ,যুব আন্দলোন সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ প্রমূখ। বক্তারা ফ্রান্সের সাথে সকল বাণিজ্যিক ,অর্থনৈতিক,কুটনৈতিক,সর্ম্পক সরকারি ভাবে বিচ্ছিন্ন করার দাবি তোলেন।একই সাথে ফ্রান্স থেকে আমদানিকৃত সকল পণ্য বর্জনের আহবান জানান তারা ।এ সময় আগুন জ্বালিয়ে ফ্রান্স সরকারের ছবি দাহ করা হয়।