শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় দুটি ইউপি নির্বাচনে টুকুন ও আফসার চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

প্রভাষক গিয়াস উদ্দিন,ভাঙ্গুড়া:
আজ মঙ্গলবার (২০অক্টোবর) উৎসবমুখর পরিবেশে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি ফলাফলে ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে গোলাম ফারুক টুকুন (ঘোড়া মার্কা) ৫০৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহাঙ্গীর আলম বিদ্যুত (ধানের শীষ মার্কা)পেয়েছেন ২৩৯৪ ভোট। মন্ডুতোষ ইউনিয়নে আফসার আলী মাষ্টার (নৌকা মার্কা) ২৩৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: আব্দুর রশিদ(আনারস মার্কা) পেয়েছেন ২১৮২ ভোট।

এ নির্বাচনে সকাল ৯টা হতে একযোগে সকল কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয় এবং বিরতিহীন ভাবে বিকাল ৫টায় শেষ হয়। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল । প্রতিটি ভোট কেন্দ্রে উৎসুক নারী-পুরুষ ভোটাররা প্রচন্ড রোদ উপক্ষো করে তাদের পছন্দের পার্থীকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,নির্বাচনে ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু’জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রটের নেতৃত্বে সারাক্ষণ আইনশৃংখলা বাহিনী তৎপর ছিলেন। এছাড়া র‌্যাব ও বিজিবি’র দল মাঠে টহলে ছিল।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,নির্বাচনে পুলিশ ও আনসার ভোট কেন্দ্রের আইন শৃংখলা বজায়সহ সুষ্ঠ ও শান্তিপূণৃ ভোট গ্রহনে সর্বদাই তৎপর ছিল।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রোকসানা নাসরিন বলেন মঙ্গলবার দুটি ইউনিয়নেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।