শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

অস্ত্র নিষেধাজ্ঞা কাটল ইরানের

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে। আজ রবিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে জাতিসংঘের তরফ থেকে কোনো ঘোষণারও প্রয়োজন হয়নি।

তাতে বলা হয়েছে, ইরান যে কোনো আইনগত বাধা ছাড়াই আজ রবিবার থেকে যে কোনো দেশের কাছ থেকে নিজেদের প্রয়োজনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ও বিক্রি করতে পারবে।

বিবৃতিতে আরো বলা হয়, আজকের এই দিন সারাবিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যের। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রক্ষা করেছে।

২২৩১ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। আর এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ারও প্রয়োজন নেই।

জানা গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিবাদ উপেক্ষা করে ইরানের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অপ্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : সিজিটিএন