সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আটঘরিয়ার চিকনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্ধোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শনিবার (১৭ অক্টোবর) পাবনার আটঘরিয়া উপজেলার চিকনাই নদীতে প্রায় মাস ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজক কমিটি গোড়রীর আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্ধোধন করেন স্কয়ার ফুড এ্যান্ড বেভারেজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পুলিশ সুপার শেখ রফিুকুল ইসলাম বিপিএম পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,

একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈমিনুল হোসেন চঞ্চল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়া হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, আটঘরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম সহ হাজার হাজার উৎসুক জনতা ।