শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষায় নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭অক্টোবর ) বেলা ১০.৩০ টার দিকে বিট পুলিশিং ইউনিট ভাঙ্গুড়া থানা কর্তৃক আয়োজিত অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান আয়নুল হক। অনুষ্ঠানে প্রাধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে বক্তব্য দেন ভাঙ্গুড়া থানার এএসআই সাজিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার, সাধারন সম্পাদক আলহাজ আব্দুল ওয়াহেদ সরকার,সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, যুবলীগের সভাপতি মজির হোসেন,সহ-সভাপতি মো.আলাউদ্দীন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মোমিনুল ইসলাম, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর মান্নান,বীর মুক্তিযোদ্ধা বাবু পরিতোশ রায়, এছাড়া সমাবেশে সকল ইউপি সদস্যগণসহ সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন ,কোন ধরণের সমস্যা সৃষ্টি হলে বিলম্ব না করে সাথে সাথে থানা পুলিশ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবগত করতে উপস্থিত সকলকে নির্দেন দেন।