শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নাটোরে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

ব্রাকের সহযোগীতায় ও বিডিএসসির আয়োজনে নাটোর সদরের দীঘাপতিয়া নিডা সংস্থায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক উপপরিচালক ফরিদা ইয়াসমিন। এছাড়া বিশেষ অতিথি প্রোগ্রাম অফিসার হাসনা জাহান, ব্রাকের ডিভিশনাল ম্যানেজার রায়হানুল করিম, নিডা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, বিডিএসসির নির্বাহী পরিচালক মজিবুর রহমান মজনু, প্রোগ্রাম অফিসার ফয়সাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটকালীন সময়ে ব্রাকের সহযোগীতায় ও বিডিএসসির আয়োজনে ৫০ জন নারী ও কিশোরীর মাঝে স্বাস্থ্য সুরক্ষায় সুরক্ষা উপকরণ সামগ্রী বিতরন করা হয়।