সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড ঘোষনা করায় প্রদানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাবনায় ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর খসরা মন্ত্রী সভায় অনুমোদন হওয়ায় পাবনা জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। বিকালে পাবনা জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের নেতৃত্বে বের হয়ে পথসভায় তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিনের ছাত্রলীগের সহ সভাপতি সায়হাম খান, পাবনা জেলা ছাত্রলীগের সহ -সভাপতি সাদ্দাম হোসেন, সহ -সভাপতি মোঃ জুনায়েদ উদ্দিন জনি, সহ- সভাপতি হাবিবুর রহমান রিংকু, সহ- সভাপতি আল মাহমুদ চঞ্চল, সহ-সভাপতি মুহাম্মদ আলী,সহ-সভাপতি নাসির হোসেন, সহ- সভাপতি মেহেদী হাসান হিমেল, সহ- সভাপতি মেহেদী হাসান মামুন , যুগ্ম সাধারণ সম্পাদক আরশাহদুর রহমান চঞ্চল, যুগ্ম সাধারণ কৌশিক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহম্মেদ,  সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব, মুরাদ মালিথা, সামিউল ইসলাম খান নিয়ন, ফরিদুল ইসলাম  রিসান, মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন, পাঠাগার সম্পাদক শেখ শাকিল, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মীর ফজলে এলাহি ওয়াকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব, উপ- ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মিলন হোসেন, উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, উপ- আপ্যায়ন হাফিজ, উপ-পরিবেশ জাহিদ হাসান ইমন সহ-সম্পাদক ফয়সাল আহমেদ মুন, সদস্য মিজানুর রহমান সবুজ, এনামুল হক সৈকত, মহিয়ান শায়েখ সম্রাট,  মুস্তাকিম মুহিব, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হৃদয় হোসেন, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম রিসাদ, সাধারণ সম্পাদক শাকিল মিয়া শান্ত,  মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন, ভাঁড়ারা (৭,৮,৯) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদ আহমেদ সাজিদ,পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব, উদিয়মান ছাত্রনেতা পিয়াস ইমরান, আহম্মেদ আলী, মোস্তাক আহমেদ প্রমুখ।
পথ সভা পরিচালনা করেন, মিজানুর রহমান সবুজ। পথ সভায় বক্তারা ধর্ষণের সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে শেখ হাসিনার বাংলায় ধর্ষকের স্থান নেই বলে বক্তারা বক্তব্য দেন।