রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সিংড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নাটোরের সিংড়ায় ২০১৯-২০ অর্থ বছরে রোপা আউশ (ব্রিধান-৫৫) ফসলের মাঠ দিবস পালিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার ইটালী ইউনিয়নের মানিকদিঘী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংড়ার আয়োজনে এই মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবসে স্থানীয় কৃষক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহামুদুল হাসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা লতিফা সুলতানা,পাকুড়িয়া ব্লক,সিংড়া প্রমুখ। অনুষ্ঠান শেষে বাদামী গাছ ফড়িং পোঁকা/বিপিএইচ/কারেন্ট পোঁকা দমনে কৃষকদের মাঝে সচেতনামুলক আলোচনা ও লিপলেট বিতরণ করা হয়।