রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ অক্টোবর, ২০২০

আসন্ন শারদীয় দুর্গাপূর্জা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে ১২ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে চাটমোহর উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইসাহক আলী মানিক, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ. এ. মাসুম বিল্লাহ্, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে. এম. জাকির হোসেন, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এ. এইচ. এম. কামরুজ্জামান খোকন, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক।

সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ মাহমুদ সরকার সনজু, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল।

হিন্দু স¤প্রদায়ের প্রতিনিধিদের মাঝে বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতণ্য, সাংগঠনিক সম্পাদক শ্রী কিংকর সাহা, সংগঠনটির পৌর শাখা’র সভাপতি শ্রী শম্ভুনাথ কুন্ডু, হান্ডিয়াল ইউনিয়ন শাখা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী দিলীপ ব্রহ্মচারী, গুনাইগাছা ইউনিয়ন শাখা’র সভাপতি সহকারি অধ্যাপক পিনাক ভট্টাচার্য্য, নিমাইচড়া ইউনিয়ন শাখা’র সাধারণ সম্পাদক সুরেশ হলদার হয়দেব।

আলোচনায় বক্তাগণ চাটমোহর উপজেলাকে ধর্মীয় সম্প্রীতি’র এলাকা হিসেবে উল্লেখ পূর্বক গ্রামাঞ্চলে অবস্থিত দু’চারটি পূজা মন্ডোপে রাস্তা-ঘাটের সমস্যা নিয়ে খোলামেলা ভাবে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বৈঠকে আলোচিত সমস্যা সমূহ্ দ্রুত নিরসনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণকে তাৎক্ষণিক দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সরকারি বিধি-বিধান মেনে সীমিত পরিসরে দুর্গাপূজা উদযাপনের জন্য মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।


এছাড়াও তিনি প্রতিটি পূজা মন্ডোপে সার্বক্ষণিক সাবান-পানিতে হাত ধোয়ার ব্যবস্থা এবং স্যানিটাইজার সরবরাহ রাখার প্রতি গুরুত্বারোপের পাশাপাশি সকলকে মাস্ক ব্যবহার করার ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার ৪৭টি পূজা মন্ডোপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, ইউপি চেয়ারম্যানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়াকর্মী, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি বিভাগ সহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।