শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় দরিদ্র যুবকের উদ্যোগে ধ্বসে পড়া রাস্তায় সাঁকো নির্মাণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামে বন্যায় ধ্বসে পড়া রাস্তার উপর নিজ অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন ওই গ্রামেরই এক দরিদ্র যুবক সাগর আলী। জানা গেছে, বন্যার পানিতে কৈডাঙ্গা নদীপাড়া দুর্গা মন্দিরের সামনের যাতায়াতের সড়কের মাটি সম্প্রতি নদীতে ধসে পড়ে। এতে সেখানে খালের সৃষ্টি হয়। ফলে গ্রামবাসী ভিজে-সাঁতরে এ পথে যাতায়াত করছিলেন।
দুর্গা মন্দিরের সভাপতি দিলীপ চন্দ্র বিশ্বাস বলেন,গ্রামবাসীর কষ্ট দেখে সাগর আলী তার নিজের ঝাড়ের বাঁশ কেটে বৃহস্পতিবার একটি সাঁকো নির্মাণ করে দিয়েছেন। ফলে এখন আর সাঁতরে পারাপার হতে হচ্ছে না।
এ রিপোর্ট লেখার সময় জানা যায়, উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা গ্রাম থেকে সাগর আলী ৪ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হয়েছেন।
সাগর আলী বলেন,প্রতিবছর বন্যা মওসুমে গ্রামবাসী বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ওই রাস্তায় যাতায়াতে দুর্ভোগের শিকার হন। তাই ব্যক্তিগত উদ্যোগে সাঁকোটি তৈরি করেছি।