শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় জাতীয জন্ম নিবন্ধন দিবস উদযাপন : ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের অঙ্গীকার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
“নাগরিক অধিকার করতে সুরক্ষা, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্যে ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো: কাওছার হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম,প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,ইউপি চেয়ারম্যান আলহাজ হেদায়তুল হক ও আব্দুর রশিদ,এনজিও প্রতিনিধি মোহাম্মদ আলী বাবলু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদুল ইসলাম।