শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সিংড়ায় মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ অক্টোবর, ২০২০

মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবি জানালেন শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি নাটোরের সিংড়া উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে সমিতির কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে শিক্ষকরা সরকারের কাছে এই দাবি জানান। সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসীন আলী সরদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাতপুকুরিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,কালিগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহরিয়ার, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, বিষ্ণপুর ইটালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করনের দাবি জানিয়ে বলেন দেশের প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নামে যে পরিমান সম্পদ আছে তা দিয়েই সরকার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে পারবেন এতে সরকারের অতিরিক্ত তেমন টাকা লাগবেনা।