শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় সরকারের ১০ টাকা মূল্যের চাউল বিতরণ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

‘‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই প্রতিপাদ্যকে মানসপটে ধারণ করে সারা দেশের ন্যায় পাবনা ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নে ১০(দশ) টাকা মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৮মে) সকাল টায় অষ্টমনিষা বাজারে ফরহাদ আলী (ছাত্রলীগ সভাপতি) হতদরিদ্র ডিলার এর কার্যালয়ে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা ট্যাগ অফিসার মো: রফিকুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার,সাধারন সম্পাদক আলহাজ আব্দুল ওয়াহেদ,সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, যুবলীগের সভাপতি মজির হোসেন, সাধারন সম্পাদক সাইদুল ইসলামসহ প্রমূখ।

পরে সকাল ১০.৩০ টায় ৫ নং ওয়াড রূপসীতে নুরুজ্জামান ডিলারের কার্যালয়ে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা ট্যাগ অফিসার মো: রফিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলীসহ প্রমূখ।

 

জানা যায়,অষ্টমনিষা ইউনিয়নে মোট ৮২৯ টি পরিবার এ সরকারি- সুবিধা পাচ্ছে।অষ্টমনিষা ইউনিয়নের ৭৯১টি পরিবারের মধ্যে ৫ নং ওয়ার্ড রূপসীতে নুরুজ্জামান ডিলারের মাধ্যমে ৪১৫ জন এবং ৬ নং ওয়ার্ডে ফরহাদ আলী ডিলারের মাধ্যমে ৪১৪ জন হতদরিদ্রদের সোম,মঙ্গল ও বুধবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ চাউল বিতরণ করা হবে