রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় দ্বিতীয় দফায় বন্যা : ডুবে গেছে কৃষকের জমির ধান ও সবজি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দু’সপ্তাহ ধরে করতোয়া, ফুলজোড় ও বিলসূর্য নদীতে ব্যাপকভাবে পানি বৃদ্ধি ও প্রবল বৃষ্টিপাতের কারণে উল্লাপাড়ার ১৪টি ইউনিয়নের নিমাঞ্চল আবারো প্লাবিত হয়েছে। ডুবে গেছে এসব এলাকায় ১ হাজার বিঘারও বেশি সদ্য বোনা রোপা আমন ধান।

একই সঙ্গে ডুবে গেছে ১২৫ বিঘা জমির বিভিন্ন আগাম সবজি। আর এতে স্থানীয় কৃষকেরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। উপজেলার মোহনপুর গ্রামের কৃষক সুরেস্বর সরকার এবং পূর্বদেলুয়া গ্রামের রায়হান আলী জানান, করোনাকালে এমনিতেই দুঃসময় চলছে। তার উপর চড়া সুদে ঋণ করে তারা প্রায় ৪ বিঘা জমিতে রোপা ধান লাগিয়েছিলেন। আশ্বিন মাসে নতুন করে নদীতে ব্যাপক পানি বৃদ্ধির ফলে তাদের সম্পূর্ণ ধান ডুবে গেছে। এ অবস্থায় চরম বিপদে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

এ ব্যাপারে  উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক জানান, দু’সপ্তাহে উল­াপাড়ার বিভিন্ন এলাকায় অন্ততঃ ৩ ফুট পানি বেড়েছে। ফলে ইতোমধ্যেই কৃষকদের বোনা ১ হাজার বিঘারও বেশি ধানের জমি পানিতে ডুবে গেছে। ডুবে গেছে আগাম সবজির মাঠও। পানি এখনও বাড়ছেই।