রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পৌরসভার ৩ বছরে উন্নয়ন প্রকল্প না থাকায় নবগঠিত তাড়াশে পৌরসভা বাজারের ক্রেতা বিক্রেতার ভোগান্তি শেষ নেই

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

 

চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের নবঠিত তাড়াশ পৌরসভার ৩ বছরে শহরের বাজারের কোন রাস্তা ঘাটই মেরামত না করায় ক্রেতা , বিক্রেতা ও জনগণের ভোগান্তি উন্নয়ন । পৌর বাজারে কাচাবাজারে শেড বেদখল থাকায় খোলা মাঠের মধ্যে বসছে কাচা বাজার । সরজমিনে ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, চলনবিলের প্রাণ কেন্দ্র সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরের২০১৭ সালে নবঠিত তাড়াশ পৌরসভার যাত্রা শুরু হলে ও সদরে বাজারের কোন রাস্তাঘাট নির্মাণ , মেরামত উন্নয়ন ও পৌর মার্কেট শেড সহ কোন উন্নয়ন সা হওয়ায় মেলেনি নাগরিক সুবিধা । প্রায় ২০ বছর আগের এল, জি,ই,ডির গ্রোর্থ সেন্টার প্রকল্পে নির্মিত বাজারের ফিশ, মিট ও মিল্ক লেখা বড় বড় শেড দখল করে নিয়েছে অবৈধ দখলকারীরা । ফলে শেড গুলো দীর্ঘদিন বেদখল থাকায় কাচা বাজার, মাছ মাংসের ব্যবসায়ীরা যেখানে সেখানে রাস্তায় আর মাঠের মধ্যে বসে বিক্রি করছে। বাজারের চাল ও ফিস ফিডের পাইকারী দোকানের সামনে থেকে ইদগাহের মাঠের মধ্যে বসানো কাচা তরকারী বাজারের যাওয়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।

 

প্রতিদিনই কাচা বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের পোশাকে কর্দমাক্ত লেগে ভোগান্তিতেপড়ছে । দুধের বাজার পুরাতন নিউ মার্কেটের সামনে পরিত্যক্ত শেডে কখনও রাস্তায় , তরিতরকারি বাজার ও রাস্তায় আবার ও ইদগাহ মাঠের মধ্যে বসানো হচ্ছে । তাড়াশ পৌর বাজারের টাল ব্যবসায়ী আব্দুল মান্নান জানান চালের ও ফিডের পাইকারী দোকানের এই রাস্তায় প্রতিদিন ক্রেতা বিক্রেতাদের চরম ভোগান্তিতে থাকলে ও পৌরসভায় একাধিক জানিয়েও লাভ হয়নি ।

 

কাচা বাজারের ক্রেতা জালাল উদ্দিন বলেন পৌরসভার হওয়ার পরে বাজারে উন্নয়নের কোন রাস্তা কিংবা মার্কেট হয়নি । তাড়াশ পৌর সভার উপ-সহকারী প্রকোৗশলী মোঃ আব্দুল আজিজ জানান এ,ডি,পির অর্থায়নে একটি গণ শৌচাগার নির্মাণের কাজ চলছে বাজাওে সামনে প্রকল্প দেওয়া হবে। তাড়াশ পৌরসভার সচিব মোঃ আশরাফুল আলম ভ’ইয়া জানান চালের পাইকারী বাজরের সামনে রাস্তাটি সামনে প্রকল্প দেওয়া হবে এবং ও বাজারের শেড ও মার্কেট উন্নয়নের প্রকল্প সামনে নেওয়া হবে ।