রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মার্কিন নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি সিনেটরের

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। বৃহস্পতিবার শীর্ষ মার্কিন সিনেটর এই প্রতিশ্রুতি দিয়েছেন।

মিচ ম্যাককনেল বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে যেই জিতুক না কেন ২০ জানুয়ারি নতুন সরকারের সূচনা হবে। যদিও এর আগে ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অনাগ্রহ দেখিয়েছেন। তিনি বলেন আগে দেখতে হবে কি হয়, পোস্টাল ভোট নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। যদিও নির্বাচন সংশ্লিষ্টরা বলছে এটি নিরাপদ।

এদিকে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করলে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে অপসারণ করবে মার্কিন সেনাবাহিনী।