রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আই,পি,এল নিয়ে জুয়া খেললে কঠোর ব্যবস্থা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)খেলা নিয়ে শহর কিংবা গ্রাম সব জায়গাতেই তরুণ যুবক উত্তেজনায় থাকে। এরই মাঝে একদল মেতে উঠে বাজি বা জুয়া নিয়ে।এতে করে অনেক জায়গায় রক্তারক্তি সহ খুন খারাবি পর্যন্ত ঘটে। এহেন পরিস্থিতি এড়াতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন চার্জ জনাব মাহবুবুর রহমান বলেন বিশ্বম্ভর উপজেলার অন্তর্গত সকল চায়ের দোকান, ক্লাব বা কোন স্থানে ভীড় জমানো সহ সকল প্রকার জুয়া, বাজি নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

 

জুয়া বা বাজিতে কারোও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে। সমাজের সুধিজনেরা যুব সমাজের অবক্ষয় রোধে বিষয়টাকে ইতিবাচক বলে মনে করছেন। সেই সাথে বিশ্বম্ভরপুর থানা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।