শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত প্রতিদিনের সংবাদ রিপোর্টার আপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

দৈনিক প্রতিদিনের সংবাদ এর ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি উপজেলার অষ্টমণিষা গ্রামের মো: কলিম উদ্দিন এর ছেলে এবং চলনবিলের আলো নামের অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক। [১]

 

বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে কলকতি ঘাটে কতিপয় দুর্বৃত্ত তার মটরসাইকেলের গতি রোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তার বুকে ও পিঠে উপর্যুপরি প্রহার করে। এতে সিরাজুল ইসলাম আপন জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর জনৈক ভ্যান চালক রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকদের খবর দেন। গ্রামবাসী আপনকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা: কৌশিক খান জানান, প্রচন্ড আঘাতে সিরাজুল ইসলামএর ফুসফুস ও হার্ট মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা স¦ীকার করে বলে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এস আই ম্ঞ্জুর আহমেদ আহত সাংবাদিকের উপর হামলার ঘটনা তদন্তে মাঠে রয়েছেন বলেও তিনি জানান।

এদিকে সিরাজুল ইসলাম আপনএর উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি করেছেন ভাঙ্গুড়া প্রেসক্লাব ও স্থানীয় সংবাদকর্মীগণ।।