রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় দু’লক্ষ টাকার মৎস্য শিকারের জাল ধ্বংস: ৫ হাজার টাকা অর্থদন্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা:
বুধবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের নির্দেশে দু’লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী মৎস্য শিকারের জাল ধ্বংস করা হয়। ঘটনাটি উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের।

ভাঙ্গুড়া থানার ওসি মো: রাশিদুল ইসলাম জানান,ঐ গ্রামের মাদাই হলদারের বিরুদ্ধে নিষিদ্ধ মৎস্য জাল তৈরি ও বাজারজাত করণের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। তখন পুলিশ একটি বৃহদায়তনের জাল জব্দ করে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জব্দকৃত জাল নিরাপদ স্থানে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মাদাই হলদারকে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা ও থানা পুলিশের এসআই মো: জাহিদুল ইসলাম তাকে সহযোগিতা করেন।