সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কবিতা ‘‘দ্বেষ দন্ড’’

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

দ্বেষ দন্ড
– মাহবুব-উল-আলম

তার বিরুদ্ধে নেই অভিযোগ কোনো
তবুও বিস্তর দোষে দোষা হলো তারে-
শাস্তি হিসাবে দেয়া হলো দ্বেষ দন্ড !

যিনি সারা জীবন গুণ-কীর্তণ করলেন
সম্মানে তার তৈরি করলেন,একের পর এক প্রামাণ্য !
বিপক্ষে একটি শব্দও করেননি উচ্চারণ !
তারপরও তারা পুর্ব পুরুষের গীবত গাইলেন
মিথ্যা নালিশ তুলে করলেন উভবল।

সর্বশেষে তুচ্ছ একটি খেতাব
সেটিও টুকরো টুকরো করা হলো,
অধর্মের লাগি ছিঁড়ে ফেলা হলো প্রজন্মের বন্ধন,
বিদীর্ণ করা হলো হৃতপিন্ড !

মহামতির জ্ঞান সন্ধ্যানে ভীত প্রভুর আদেশে
হেমলক দিয়ে মৃত্যু দন্ড দেয়া হয় জ্ঞান-তাপসে!
যুদ্ধাবশেষে উল্লসিত আডলফ যুগলবন্ধী হয়েও
মুখে পিস্তলের নল ঠুকে টিগার টিপলেন !

আহ্ ! একের মৃত্যুতে ব্যথিত বিশ্ব
অন্যজনে তুচ্ছ জ্ঞানসম,
যার হাতে মান-সম্মান তিনি তো করেননা অপমান,
অত্যাচারী প্রভুর কখনোই থাকেনা জীবন !
তিনি মৃত-ফসিল,তার কৃতকর্মও গ্রাহ্য করেনা ভুবন।
…………………………………………………… !
আয় খোদা দয়াময়,বক্ষ:স্থলের জগদ্দল পাথর সরিয়ে নাও
শান্তির সুবাস আর সম্মানের অমৃততে আমায় ভরিয়ে দাও।
আমি সত্যের সাধনায় উজ্জীবিত হতে চাই
আমি যা করিনি তা থেকে মুক্তি চাই,
মিথ্যার আস্ফালনে যারা সিদ্ধ,তাদের থেকে পানাহ চাই।।

(রচনা কাল ১০.০৬.২০২২ খ্রি:)