শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

চাটমোহরে নব-যোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনা  চাটমোহরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান উপলক্ষে চাটমোহর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তন-১ এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন- নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম।
এ সময় আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য দেন- পাবনা জেলা পরিষদ সদস্য মো: সাইদুল ইসলাম পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইসাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ওমর ফারুক বুলবুল, ইন্সপেক্টার (তদন্ত) এম. হান্নান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এস. এম. মোজাহারুল হক, পাবনা বার-এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ্ আল মাসুম বিল্লাহ্, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম বলেন, “রাষ্ট্রীয়ভাবে প্রতিবছর বাজেট, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প, এসডিজি, ডেল্টা প্ল্যান ইত্যাদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। উপজেলা পরিষদ রাষ্ট্রের তুলনায় ছোট্ট একটি উন্নয়ন ইউনিট মাত্র। আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে চাটমোহর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবো।