রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার সন্ধ্যায় উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ অসাধু ঘি ও তেল ব্যবসায়ীর নিকট থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জরিমানা করা ব্যবসায়ীরা হলেন, উল­াপাড়ার মুকুল হোসেন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), নুর মোহাম্মদ (৬০), আকমল হোসেন (৬০) ও শহিদুল ইসলাম (৫০)। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, উলি­খিত ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলোর বিএসটিআই-এর অনুমোদন ছিল না। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ঘি ও সরিষার তেল উৎপাদন করে এরা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।