রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এনজিও শোভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

সংবাদদাতা,ভাঙ্গুড়া: গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা “শোভা” (সোশ্যাল অর্গানাইজেশন ফর ভিলেজ এ্যাডভন্সমেন্ট) এর উদ্যোগে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার অন্তর্গত অষ্টমণিষা ইউনিয়নের রূপসী গ্রামের গরীব অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

সম্প্রতি ভাঙ্গুড়া উপজেলার রুপসী বাঁধে এনজিও’টির প্রধান কার্যালয়ে অর্ধশতাধিক দুস্থ,অসহায় নারী-পুরুষের মানুষদের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করে।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপসী গ্রামের আলহাজ¦ মোঃ এসকেন্দার আলী, মোঃ ওয়াজেদ আলী, ও রুপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দৌলত খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক কে, এম, হুমায়ন কবির।


সংস্থার মুখোপাত্র জানান,পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা ছাড়াও চাটমোহর ও ঈশ^রদী উপজেলায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।