রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

করোনায় বেড়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, বেড়া : করোনা আক্রান্ত হয়ে পাবনার বেড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল কাদেরের পুত্র আবেদীন কাদের আদর জানান, সপ্তাহ খানেক আগে বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। করোনা শনাক্তের পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউয়ে আনা হয়। গত কয়েকদিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।
মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যুতে পাবনায় আওয়ামী লীগ নেতাকর্মী ও তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক জ্ঞাপন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু , পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, শুক্রবার বেড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এই মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হবে।