শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পদোন্নতি পেলেন সরকারি কলেজের ১৪৯৬ প্রভাষক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত দেশের সরকারি কলেজের ১ হাজার ৪৯৬ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

একটি প্রজ্ঞাপনে ১ হাজার ৪৭৯ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয় [১]। অপর প্রজ্ঞাপনে জানানো হয়, ডেপুটেশন বা ছুটিতে থাকা ১৭ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি [২] দেওয়া হয়েছে। তাদের ছুটি শেষে কাজে যোগদান করার পর পদায়নসহ পদোন্নতির আদেশ জারি করা হবে।

তাদের বেতন স্কেল শুরু হবে ৩৫ হাজার ৫০০ টাকা দিয়ে।