শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

৬ ঘন্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল শুরু! 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
৬ ঘন্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল শুরু! 
ভাঙ্গুড়া (পাবনা)সংবাদদাতা

ঢাকা – ঈশ্বরদী রুটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘন্টা পর রাত দশটায় রেল যোগাযোগ আবার শুরু হয়।

বৃহস্পতিবার(২ ডিসেম্বর)  বিকাল পোনে চারটার সময় একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী অভিমুখে যাবার সময় বড়ালব্রিজ স্টশনে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিকাল ছয়টায় পাকশি থেকে রিলিফ ট্রেন  ( ক্রেনযুক্ত) এসে উদ্ধার তৎপরতা  শুরু করে।  রেলের  পাকশি বিভাগের সহকারী প্রকৌশলী শিপন আলী উদ্ধার কাজ তদারকি করেন। ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান রাতে উদ্ধার কাজ পরিদর্শন করেন।
বড়ালব্রিজ স্টেশন মাষ্টার শফিউল আলম জানান, স্টেশনের উভয় দিকে অন্তত দশটি ট্রেন আশপাশের স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ১০ টায় যাতায়াত করে। এ কারণে রাতের ট্রেনগুলো কয়েক ঘন্টা বিলম্বে যাতায়াত করে। এতে যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হন।