রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মার্ক জাকারবার্গকে বাংলাদেশ থেকে আইনি নোটিশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
মার্ক জাকারবার্গকে বাংলাদেশ থেকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক/

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার রোধ এবং এ দেশে ফেসবুকের কার্যক্রম নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীসহ চারজনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান ব্যারিস্টার তাপস কান্তি বল।

জানা গেছে, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ছাড়াও বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

ওই নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে নোটিশগ্রহীতাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।