সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সাকিবের অভিযোগের কারণে টিম ম্যানেজারের পদত্যাগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
সাকিবের অভিযোগের কারণে টিম ম্যানেজারের পদত্যাগ

অনলাইন ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৈশ্বিক মঞ্চে টাইগারদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে দলের ভেতর শৃঙ্খলা ভঙের অভিযোগ উঠেছে।

যে অভিযোগে অভিযুক্ত খোদ টিম ম্যানেজার সাব্বির খান। দীর্ঘদিন ধরে টিম ম্যানেজারের দায়িত্বে থাকা সাব্বির খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সাকিব আল হাসান। এরই পরিপ্রেক্ষিতে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে বোর্ড। আর তাই বোর্ডের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

বিসিবি সূত্র জানিয়েছে, সাকিব একাধিক অভিযোগ দায়ের করেন সাব্বিরের বিরুদ্ধে। যা আমলে নিয়ে জাতীয় দলের সাথে লম্বা সময় ধরে নানা ভূমিকায় কাজ করা সাব্বিরকে পদত্যাগের নির্দেশ দেয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির নির্দেশ মেনে গত ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমাও দেন সাব্বির। তিনি কোন ধরনের শৃঙ্খলা ভঙের অভিযোগে অভিযুক্ত তা অবশ্য এখনো জানা যায়নি। তবে এমনিতে বাজে পারফরম্যান্সে টালমাটাল বাংলাদেশ ক্রিকেটে নিশ্চিতভাবেই এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে।